অপরাধ
ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের মূল হোতা অর্ণব রহমান গ্রেফতার

Oplus_131072
ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের মূল হোতা অর্ণব রহমান গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের কাচারি রোডস্থ পৌর সুপার মার্কেট এলাকায় কিশোর গ্যাং সক্রিয় থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভয় ও আতঙ্কে ছিল। এই গ্যাংয়ের মূল হোতা হিসেবে পরিচিত অর্ণব রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই রিপনের নেতৃত্বে এক অভিযানে ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অর্ণব রহমান কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। তার বাবা দিপু চেয়ারম্যান, যিনি আওয়ামী লীগের নেতা, কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই কিশোর গ্যাং এলাকায় মাদক সেবন, ছিনতাই, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। পুলিশি অভিযানে গ্যাংয়ের মূল হোতা গ্রেফতার হওয়ায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অর্ণব রহমানসহ তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
প্রসঙ্গত, ময়মনসিংহে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারি চালাচ্ছে। গত কয়েক মাসে শহরের বিভিন্ন স্থানে কিশোর অপরাধীদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করে পুলিশ।
যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিতে যোগাযোগ করুন:
📞 জাতীয় জরুরি সেবা: ৯৯৯