নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন ইমাম
পরিষদ এর উদ্যোগে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত
আবুনাঈম রিপন:স্টাফ রিপোর্টার:
নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ইসলামী মহা সম্মেলন ২২ইং অক্টোবর বুধবার, বাদআসর বর্ণ মালা
আইডিয়াল একাডেমি এন্ড হাইস্কুল মাঠে অনুষ্ঠিত
ইসলামী সম্মেলনে, দুলালপুর ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি, ও দুলালপুর মোড় জামে মসজিদের
ইমাম, হাফেজ মাওলানা হাফিজ উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শামসুল ইসলাম (ইমরান)সহকারী কমিশনার (ভূমি)
ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাজশাহী।
উক্ত ইসলামী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন শায়েখ, মুফতি জসিম উদ্দিন রহমানী।
বিশেষ বক্তা ছিলেন, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী,
পরিচালক, তা'লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিচার্জ সেন্টার, ঢাকা।
মুফতি, মো: কবির হোসেন, প্রভাষক, দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্ৰী মাদ্রাসা,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
একেএম মোজাম্মেল হক মোল্লা, অধ্যাপক, বারুদিয়া নূর কারিগরি মহা বিদ্যালয়, মনোহরদী,
ইব্রাহিম খলিল, সহকারী রেজিস্টার, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। এ, কে শরীফ উদ্দিন আহমেদ বিশিষ্ট ব্যাবসায়ী,
আবু নাঈম রিপন, সাবেক সাধারণ সম্পাদক, ও দুলালপুর মোড় বাজার কমিটির সভাপতি।
নাজমুল হোসেন খান, ম্যানেজার, মিল্লাৎ মেনুফ্যাকচারিংলি:ঢাকা।
আবদুল্লাহ মোহাম্মদ কাউছার, বিশিষ্ট সমাজ সেবক।
আলমগীর হোসেন (আলম মোল্লা)সমাজ সেবক।
শেখ মো: আব্দুল খালেক, সেক্রেটারি, কাদিরচর জামে মসজিদ।
শাহাদাৎ হোসেন নাজির, সভাপতি, লাখপুর বাজার কমিটি। সোহরাব নাজির, প্রপা:বিবি এল ব্রিক ফিল্ড।
আলমগীর ইকবাল শিকদার (মিন্টু) সাবেক পরিচালক,
বাংলাদেশ রেলওয়ে, ঢাকা।
মোয়াজ্জেম হোসেন, ভূঁইয়া, এডভোকেট, জজ কোর্ট, ঢাকা।
মোশারফ হোসেন ফকির, সহকারী শিক্ষক, কাদিরচর স, প্রা, বিদ্যালয়।
এ, এস, আই, নূরে আলম, দুলালপুর প্রমুখ।
উক্ত সম্মেলনে সঞ্চালনায় ছিলেন, হযরত মাও, ইসমাইল হোসেন, খতিব পাড়াতলা উওর পাড়া জামে মসজিদ।
উদ্ধোধক ছিলেন, ইঞ্জি:নূর আহমেদ ভূঁইয়া, (পাড়াতলা), চেয়ারম্যান, পাথ ফাইন্ডার গ্লোবাল লি:।
প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মনজুর হোসেন ফকির, অধ্যক্ষ, দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্ৰী মাদ্রাসা।
পৃস্টপোষকতায় ছিলেন, মাহফুজুল হক শামীম মোল্লা, চেয়ারম্যান, দুলালপুর ইউনিয়ন।
সার্বিক দিক নির্দেশনায় ছিলেন, হাফেজ মাওলানা, মাসুদুর রহমান। সাধারণ সম্পাদক, দুলালপুর ইউনিয়ন ইমাম পরিষদ।