ময়মনসিংহে লালনের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন বন্ধন শিল্পীগোষ্ঠীর আয়োজনে

ময়মনসিংহে লালনের ১৩৫তম তিরোধান দিবস উদযাপন বন্ধন শিল্পীগোষ্ঠীর আয়োজনে
মোঃ রেজাউল ইসলাম, ময়মনসিংহ:
ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে ময়মনসিংহে এক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করে বন্ধন শিল্পীগোষ্ঠী। গত ১৭ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বাঘমারা রেলক্রসিং সংলগ্ন বন্ধন শিল্পীগোষ্ঠীর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি লালনের দর্শন ও সংগীতচেতনার আবহে প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলা তারকা শিল্পী সোহান মোহাম্মদ হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) উপপরিচালক ড. মোঃ আবু সাঈদ সরকার, বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক মোঃ খালেদ হাসান এবং সাংগঠনিক সম্পাদক সজীব রাজ বিপীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আবু আহসান শহীদ, আনন্দ টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
রিয়াদ হাসান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংগীত সন্ধ্যায় একে একে লালনের দর্শন, মানবপ্রেম ও আধ্যাত্মিক ভাবধারায় মুগ্ধ করে সবাইকে। মনোমুগ্ধকর লালনগীতি পরিবেশন করেন শিল্পী মোঃ আশরাফুল হক, মোঃ রেজাউল ইসলাম আকাশ, মোঃ ইয়াসিন আরাফাত, সাংবাদিক রুহুল আমীন খান, মমতাজ জাহান মৌ, সুজন, তমা, সাদিয়া, এলাহী, বকুল মিয়া ও মোঃ আবু সাঈদ।
লালনের দার্শনিক গান আর মানবধর্মের বার্তায় মুখরিত হয়ে উঠে পুরো আয়োজন। উপস্থিত অতিথি ও দর্শকরা জানান, লালনের গান আজও সমাজে মানবতা, ভালোবাসা ও সাম্যের বাণী পৌঁছে দিতে অনুপ্রেরণা জোগায়।
