ময়মনসিংহের আওয়ামী লীগ নেতা টেডন সালাম পিতা-পুত্রের দোর্দণ্ড প্রতাপ শেষ, গণঅভ্যুত্থানের পর পলাতক
ফুলবাড়িয়া প্রতিনিধি, সাথী
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের ত্রাস মো. আব্দুস সালাম ওরফে টেডন সালাম এবং তার ছেলে মোহাম্মদ নাছিম, সাবেক সভাপতি ছাত্রলীগ ভবানীপুর ইউনিয়ন, এখন পলাতক। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর এ দুজনই এলাকা ছেড়ে গা-ঢাকা দেয়।
দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা, জমি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িয়ে পড়েছিল। সালাম ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বরবিলা বাজার ফাজিল মাদ্রাসার সভাপতি, যেখানে শিক্ষক নিয়োগ ও উন্নয়নের নামে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।
এছাড়াও লোহার শহর উচ্চ বিদ্যালয় কমিটিতেও প্রভাব বিস্তার করে বিপুল অর্থ আত্মসাৎ করেন। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ সংযোগ, সরকারি রাস্তা নির্মাণ ও কাজি নিয়োগে লক্ষাধিক টাকার ঘুষ ও অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন সালাম।
অভিযোগ রয়েছে, ত্রিশালের নিজ বাসায় তিনি এক কাজের মেয়েকে ধর্ষণ করেছিলেন, যা পরবর্তীতে প্রভাব খাটিয়ে ধামাচাপা দেওয়া হয়। ভবানীপুর দারোগাবাড়ি জামে মসজিদের সভাপতির পদ হারানোর পর প্রতিশোধ নিতে গিয়ে তার সন্ত্রাসী বাহিনী একাধিকবার হামলা চালায়।
এলাকাবাসীর দাবি, সালাম ও তার ছেলে নাছিমের সন্ত্রাসী কর্মকাণ্ডে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে তারা দুজনই পলাতক। ফুলবাড়িয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন, এবং খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।