জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
জামালপুর সদর থানা পুলিশের অভিযানে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে যাত্রীবাহী একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবা আনা হচ্ছে জামালপুরে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম এর নির্দেশে সদ্য যোগদান করা অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ শহিদুল ইসলাম, এসআই (নিঃ) সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) আকরাম হোসেন, কনস্টেবল মোশাররফ হোসেন, নারী কনস্টেবল ফাতেমা আক্তার, মোছাঃ সাবিনা ইয়াসমিন, মুক্তা আক্তার ও শ্রাবণী আক্তার।
শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে জামালপুর সদর থানাধীন দড়িপাড়া এলাকায় মেসার্স স্নিগ্ধা মটরসের সামনে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে এক দম্পতির কাছ থেকে ২২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ আব্দুল মতিন (৪৭), পিতা মৃত হাসমত আলী, গ্রাম ডিগ্রীরচর পশ্চিমপাড়া, থানা জামালপুর সদর এবং তার স্ত্রী মোছাঃ শাহিদা বেগম (৩৫), পিতা মোঃ আব্দুল সামাদ, গ্রাম নুরুন্দি (ডিগ্রীরচর), থানা জামালপুর সদর।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন।
জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব যোগদানের পরপরই দক্ষ নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়েছে। তার দ্রুত পদক্ষেপ ও পেশাদারিত্বের ফলে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাস জব্দ সম্ভব হয়েছে। এটি জামালপুর জেলা পুলিশের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।
তিনি আরও বলেন, মাদক সমাজের জন্য মহামারী। মাদক নির্মূলে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। জেলা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।