ময়মনসিংহে পূজামণ্ডপে ছুরিকাঘাতে তিনজন আহত, অভিযুক্ত যুবক আটক
ময়মনসিংহ নগরীতে শ্যামা পূজার মণ্ডপে ছুরিকাঘাতের এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বড় কালীবাড়ীস্থ বন্ধুসংঘ শ্যামা পূজামণ্ডপে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন—অটোমিস্ত্রি মানিক সরকার (২৮), তার স্ত্রী ভারতী সরকার (২৪) এবং বড় কালীবাড়ী বন্ধুসংঘ শ্যামা পূজা কমিটির সাধারণ সম্পাদক সাধন সরকার (৫৭)। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূজামণ্ডপে সামান্য কথা কাটাকাটির জেরে মো. মামুন (২৭) নামে এক যুবক হঠাৎ ছুরি বের করে হামলা চালায়। এতে উপস্থিত তিনজন রক্তাক্ত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং হামলাকারী মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আহতদের মধ্যে ভারতী সরকারের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় যুবক দ্বীপ জানান, ছুরিকাঘাতে ভারতীর ফুসফুসে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, আটক মামুনকে জিজ্ঞাসাবাদ চলছে, ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।