বগুড়ায় মা-মেয়েকে হত্যা


Oplus_131072
বগুড়ায় মা-মেয়েকে হত্যা
মোস্তফা আল মাসুদ, বগুড়া জেলা প্রতিনিধি।
পারিবারিক কলহের জেরে বগুড়া সদরে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে মেয়ে ছকিনা বেগম (৩৫) মারা যান। আর
শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা আনোয়ারা বেগমের (৫৮) মৃত্যু হয়।
নিহতরা সাবগ্রাম মধ্যপাড়ার বাসিন্দা। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্বজনদের কাছে জানা যায়, বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে ছকিনার প্রায় ৭ বছর আগে বিয়ে হয়। কিন্তু পারিবারিক কলহের জেরে প্রায় ১ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এটা নিয়ে রুবেলের মনে ক্ষোভ সৃষ্টি হয়।
শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী ছকিনার বাড়িতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে ছকিনাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে ছকিনা মারা যান। ওই সময় বাধা দিতে গেলে ছকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয়।
মা-মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ছকিনার মরদেহ মর্গে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সাড়ে দশটার দিকে আনোয়ারার মৃত্যু হয়।
সদর থানার পরিদর্শক মইন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।এখনও কাউকে আটক করা হয়নি। তবে দ্রুত জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।