ময়মনসিংহে খান ফাইটার্স প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল, বিজয়ী ৭১-এর চেতনা

ময়মনসিংহে খান ফাইটার্স প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল, বিজয়ী ৭১-এর চেতনা
মারুফ হোসেন
ময়মনসিংহে খান ফাইটার্স প্রিমিয়ার লীগ (সিজন ৩) ২০২৪-২৫-এর ফাইনাল ম্যাচ উপলক্ষে ২১ ও ২২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রহমতপুর ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন ইউসুফ খানের বাড়ির পাশে বালুর মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি দল।
শ্বাসরুদ্ধকর ফাইনালে মুখোমুখি হয় কালজয়ী গণঅভ্যুত্থান ফাইটার্স ও ৭১-এর চেতনা। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আলী বাবু ও রিদাউল ইসলাম শাকিল। ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৭১-এর চেতনা চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জাতীয়তাবাদী দল বিএনপি ও প্রথম যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন এনামূল হক আকন্দ লিটন, যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি ও আহ্বায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দল। সভাপতিত্ব করেন ইমরান খান, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম মৃধা, মোখলেছুর রহমান, লিটন, রুবেল, হামিদুল মেম্বার, নবী হোসেন, আতাহার আলী শেখ, শিপন, হাবিল, আব্দুল্লাহ, শুভ, সালাউদ্দিন খান, নাঈম খান, সাদ্দাম হোসেন, সুলতান ও রুহুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
ফাইনাল ম্যাচ ছাড়াও উৎসবে ছিল মহিলাদের মিউজিক্যাল বালিশ প্রতিযোগিতা, বেলুন ফাটানো, শিশুদের ‘হাতে উড়ে পাখি’ খেলা ও মোরগ লড়াই। আয়োজনের সমাপ্তি ঘটে এক জমকালো সাংস্কৃতিক কনসার্টের মাধ্যমে।
