ভালুকায় পারিবারিক বিরোধে ছোট ভাইয়ের ছেলেকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ
Oplus_16908288

ভালুকায় পারিবারিক বিরোধে ছোট ভাইয়ের ছেলেকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই, ভাবী ও তাদের আত্মীয়দের হাতে ছোট ভাইয়ের ছেলে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আহতের পিতা মোঃ কফিল উদ্দিন ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মোঃ কফিল উদ্দিন (৪৯), পিতা-মৃত কুদরাত আলী, মাতা-মৃত ছাহেরা খাতুন, সাং-বহুলী নামাপাড়া, ইউপি-ধীতপুর, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহ। বিবাদীরা হলেন—
১। মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা-হাছেন আলী, সাং-অজ্ঞাত, থানা-কলমাকান্দা, জেলা নেত্রকোনা,
২। মোঃ আঃ রউফ (৬৫), পিতা-মৃত কুদরত আলী, সাং-বহুলী নামাপাড়া,
৩। জিহান (১৯), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম,
৪। মোছাঃ হুরেনা বেগম (৫৫), স্বামী-মোঃ আঃ রউফ।
অভিযোগে বলা হয়, জমি-জমা ও পারিবারিক নানা বিষয় নিয়ে কফিল উদ্দিনের সঙ্গে তার বড় ভাই আঃ রউফ ও তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে গত ১৬ অক্টোবর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে বহুলী গ্রামের সোহাগের বাড়ির পাশে রাস্তার উপর কফিল উদ্দিনের ছেলে কয়েস মিয়া (২৫)-এর পথরোধ করে বিবাদীরা লাঠি-শুটা ও ইট দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে কয়েস মিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২নং বিবাদী আঃ রউফ খুনের উদ্দেশ্যে কয়েস মিয়ার মাথায় ইট দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। হামলাকারীরা তার পকেটে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে কয়েসকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এই বিষয়ে কফিল উদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেন, “আমার ছেলে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমি এর ন্যায্য বিচার চাই।”
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
