ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার সম্পত্তি চক্রবৃত্তে হারানো: কন্যা ও জামাইয়ের চক্রান্তের অভিযোগ
Oplus_16908288

◊
ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার সম্পত্তি চক্রবৃত্তে হারানো: কন্যা ও জামাইয়ের চক্রান্তের অভিযোগ
ময়মনসিংহের এক অবসরপ্রাপ্ত জনতা ব্যাংক কর্মকর্তা এবি সিদ্দিকের পরিবারে চলমান সম্পত্তি সংক্রান্ত বিরোধে নতুন মাত্রা পেয়েছে। জানা গেছে, তার নিজ কন্যা সাদিকা আক্তার লিমা ওরফে শুকলা (৩৬) ও তার স্বামী নাজিমউদ্দিন নাজিম (৪৭) জড়িত এক চক্রান্তের ফলে ঢাকা ও ময়মনসিংহে প্রায় ২০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি হারিয়েছেন তিনি।
অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবি সিদ্দিক ১৯৯০ সালের দশকে পরিবারকে ভবিষ্যতের নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে ৩৩ লক্ষ টাকা ব্যাংক লোন নিয়ে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে জমি ক্রয় এবং বাড়ি নির্মাণ করেছিলেন। এসব সম্পত্তি তিনি তার স্ত্রী রাশিদা সিদ্দিক এর নামে রেকর্ড করেছিলেন।
পরবর্তীতে, মৃত রাশিদা সিদ্দিক জীবিত অবস্থায় অধিকাংশ সম্পত্তি বিক্রি করে দেন, যা তার কন্যা ও জামাই ভাগাভাগি করে নেন। অভিযোগ আছে যে, সাদিকা আক্তার লিমা ও নাজিমউদ্দিন জালিয়াতি করে বাবার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিকা আক্তার লিমা ময়মনসিংহ সদর উপজেলার ১১নং ঘাগরা ইউনিয়নের গোপালনগর স্বাস্থ্য কেন্দ্রে বহিস্কৃত স্বাস্থ্যকর্মী। তার স্বামী নাজিমউদ্দিন বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড চালিয়ে স্থানীয়ভাবে পরিচিত “চিটার নাজিম” নামে।
এ মামলায় সার্বিক সহযোগিতা করেছেন ব্যাংক কর্মকর্তার স্বজন আলাউদ্দিন খোকা (৬৫)। ফলে, এবি সিদ্দিকের দুই ছেলে নাজমুল হক (৪২) ও আশরাফুল কবির (৩২) উত্তরাধিকার সূত্রে সম্পত্তি থেকে চিরস্থায়ীভাবে বঞ্চিত হন।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিচার নালিশও হয়। বর্তমানে ময়মনসিংহ কোতয়ালী থানায় জিডি, অভিযোগসহ মামলা দায়ের করা হয়েছে এবং ময়মনসিংহ জজ কোর্টের ১নং আমলী আদালতে মামলা নং সিআর১১৪৬/২৫ চলমান রয়েছে।
