সাবেক এমপি শান্তসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্নবিদ্ধ আসামি সোহেলের অবাধ বিচরণ
Oplus_16908288

ময়মনসিংহে ফুটবল টুর্নামেন্টে হামলা: সাবেক এমপি শান্তসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, প্রশ্নবিদ্ধ আসামি সোহেলের অবাধ বিচরণ
ময়মনসিংহ সদর উপজেলার ৪নং পরাণগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আওয়ামী সমর্থিত সন্ত্রাসীদের হামলার অভিযোগে একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৫শে আগস্ট বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় হামলার ঘটনাটি ঘটে। অভিযোগে সাবেক এমপি মোহিত উর রহমান শান্ত, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ, ছাত্রলীগ নেতা আবু সাঈদ উজ্জলসহ মোট ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০০/১১০ জনকে আসামি করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ মুঞ্জুরুল হক অভিযোগ করেন, খেলার শেষ মুহূর্তে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রবেশ করে প্রথমে রেফারিকে মারধর করে। পরে বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র, লাঠি ও হকিস্টিক দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এজাহারে বলা হয়, বিবাদীরা হুমকি দিয়েছে— এ বিষয়ে কাউকে জানানো হলে বা থানায় অভিযোগ করলে মুঞ্জুরুল হক ও তার পরিবারকে হত্যা করে লাশ গুম করা হবে কিংবা মিথ্যা মামলায় ফাঁসানো হবে।
তবে আলোচিত ১৭নং আসামি সোহেলকে নিয়ে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এজাহারে নাম থাকলেও স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকাশ্যে থানায় বসে থাকেন অথচ পুলিশ তাকে গ্রেফতার করছে না। এ বিষয়ে জনগণ জানতে চাইছে— এমপি শান্ত পলাতক থাকলেও থানার আশেপাশে ঘুরে বেড়ানো সোহেল গ্রেফতার এড়াচ্ছেন কীভাবে?
এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার এবং আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হোক।
