নান্দাইলে লালন একাডেমির সাংগঠনিক সভা অনুষ্ঠিত।।

।।নান্দাইলে লালন একাডেমির সাংগঠনিক সভা অনুষ্ঠিত।।
নান্দাইল প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ লালন একাডেমি, নান্দাইল এর সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা সদরের পুরাতন বাস্টস্যান্ড এলাকায় আজ বিকাল ০৫ ঘটিকায় এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। জেষ্ঠ্য বাউল আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং সংগঠক মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো: আব্দুল হান্নান আল আজাদ ফকির, উপদেষ্টা মো: শাহজাহান মিয়া, সভাপতি মো: সুমন ফকির, সাধারণ সম্পাদক মোো: সুমন আহম্মেদ, প্রচার সম্পাদক মো: এরশাদ ও সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ এর সভাপতি ইমতিয়াজ আহমেদ।
সাংগঠিক সভায় বক্তাগণ বলেন, বাউল গান বাঙালি জাতির শেকড়ের সংস্কৃতি। যা জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য। এই শেকড়ের সংস্কৃতির পতাকা আমাদের উড়াতে হবে। প্রজন্মের সামনে তুলে ধরতে হবে সাংস্কৃতিক ঐতিহ্যের গূরুত্ব। যাতে প্রজন্ম তার শেকড়ের সংস্কৃতি লালন, ধারণ করে জাতীয় স্বকীয়তা নিয়ে এগিয়ে যাবে। সুস্থ সংস্কৃতি সুস্থ মানসিকতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সংস্কৃতির অন্যতম ঘরনা হলো বাউল গান তথা লালনের গান।
সাংগঠনিক সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।
