জুলাইয়ের শহীদ রাজুর পরিবারের চিকিৎসার দায়িত্ব নিলেন শামসুদ্দোহা মাসুম

কাগজের আলো প্রতিবেদক
জুলাইয়ের শহীদ রাজুর পরিবারের চিকিৎসার দায়িত্ব নিলেন শামসুদ্দোহা মাসুম
ময়মনসিংহের ইতিহাসে আলোচিত হলেও পরিবারে অবহেলিত ও বঞ্চিত থেকে গেছেন জুলাইয়ের শহীদ রাজু। সংসারের হাল ধরেছিলেন দর্জির কাজ করে, স্ত্রী, এক সন্তান, বৃদ্ধা মা ও অসুস্থ ছোট ভাইকে নিয়ে কোনো রকমে চলছিল তাঁর সংসার। কিন্তু শহীদ হওয়ার পর উপার্জনক্ষম কেউ না থাকায় নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে রাজুর পরিবার।
বর্তমানে রাজুর স্ত্রী কিছু সরকারি সুযোগ-সুবিধা পেলেও তার বৃদ্ধা মা ও ছোট ভাই সেসব সুবিধা থেকে বঞ্চিত। বসবাসের জন্য নিজস্ব আবাসন নেই, অন্যের আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বিশেষ করে ছোট ভাই রেজাউল দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, যার চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না পরিবারটির।
এমন অসহায় অবস্থার কথা জানাজানি হলে ময়মনসিংহ নাগরিক সমাজ (মনাস) এর সদস্য সচিব এবং স্বদেশ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক শামসুদ্দোহা মাসুম এগিয়ে আসেন। তিনি শহীদ রাজুর বৃদ্ধা মা ও অসুস্থ ছোট ভাইয়ের চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন।
শহীদ পরিবারের প্রতি সমাজের অবহেলা ও বঞ্চনার প্রেক্ষাপটে শামসুদ্দোহা মাসুমের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
