রণক্ষেত্র গোপালগঞ্জ: জারি ১৪৪ ধারা, থমকে গেল জনপথ

রণক্ষেত্র গোপালগঞ্জ: জারি ১৪৪ ধারা, থমকে গেল জনপথ
স্টাফ রিপোর্টার || কাগজের আলো
গোপালগঞ্জে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। পূর্বঘোষিত কর্মসূচি “মার্চ টু গোপালগঞ্জ” ঘিরে সকাল থেকেই শহরজুড়ে রণক্ষেত্রের পরিবেশ সৃষ্টি হয়। বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জ অভিমুখে রওনা দিলে পথে পথে বাধার মুখে পড়েন। শহরের বিভিন্ন প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।
পুলিশ ও সরকারি দলীয় কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। অপরদিকে, পুলিশের পক্ষ থেকে বলা হয়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই কড়া অবস্থানে রয়েছে তারা।
উল্লেখযোগ্যভাবে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকালেই গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে, যার ফলে পাঁচজন বা তার অধিক লোকের জমায়েত, মিছিল বা সভা নিষিদ্ধ করা হয়েছে। তবুও বিএনপির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন,
“পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি, তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব—নাহয় ফিরব না।”
গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ মোড়, চৌরাস্তা, আদালত চত্বরসহ বিভিন্ন এলাকা ফাঁকা হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়ে পড়ে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শহরের প্রবেশদ্বারে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
নজর রাখুন কাগজের আলোতে — পরবর্তী আপডেট দ্রুতই জানানো হবে।
— কাগজের আলো ডেস্ক
