নান্দাইলে আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ।

নান্দাইলে আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ।
নান্দাইল প্রতিনিধিঃ আঃ হান্নান আল আজাদ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১২/০৭/২৫ইং রোজ শনিবার দুপুর ২ ঘটিকায় আলোকপ্রভা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্র/ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্টান ২০২৫ পৌরসভার TS কমিনিউটি সেন্টারে অনুষ্টিত হয়।
আলোকপ্রভা এসোসিয়েশন এর সুযোগ্য চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে উক্ত সংগঠনের মহাসচিব এবিএম হুমায়ুন কবিরের সঞ্চালনায় শিক্ষা-সচিব আশরাফুল আলম, উপদেষ্ট মন্ডলী সদস্য হাজী নুরুল আমিন, হাফিজুল করিম ও ইমরুল হাসান বাবুল বক্তব্য প্রদান করেন।
নান্দাইলের প্রখ্যাত আলোকপ্রভা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের আওতাধীন প্রায় ৮০ টি বিদ্যালয়ের বারশতছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন, এর মাঝে সাতশত বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে ক্রেষ্ট সার্টিফিকেট ও ডায়েরী বিতরণ করা হয় এবং বৃত্তিতে সর্বোচ্চ অংশগ্রহণকারী পাঁচ প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রী ছাড়াও অভিভাবক, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
