গোলকিবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় — আকুয়া বাইপাস মোড়ে জরুরি অভিযান দাবি স্থানীয়দের

গোলকিবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায় — আকুয়া বাইপাস মোড়ে জরুরি অভিযান দাবি স্থানীয়দের
অদ্য ০৯ জুলাই ২০২৫, দুপুর ১টার দিকে ময়মনসিংহ শহরের গোলকিবাড়ী কলেজ রোড এলাকায় সড়কের উপর অবৈধভাবে দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক দোকান মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে এক ঘণ্টার মধ্যে দোকানের মালামাল সরিয়ে রাস্তাটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সানজিদা চৌধুরী। উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব মোঃ জাবেদ ইকবাল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে, শহরের অন্যান্য এলাকায়ও অবৈধ দখলের অভিযোগ উঠেছে। বিশেষ করে আকুয়া বাইপাস মোড় এলাকায় প্রতিটি হোটেল ও দোকান সড়কের একেবারে কিনারে বসানো হয়েছে, ফলে ওই এলাকায় সবসময় তীব্র যানজট লেগে থাকে। এলাকাবাসী জানায়, মারকাজ মসজিদের পাশে যাওয়া-আসাও কষ্টকর হয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, গোলকিবাড়ীর মতো আকুয়া বাইপাস মোড় এলাকাতেও জরুরি ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হোক, যেন জনদুর্ভোগ লাঘব হয় এবং সড়ক চলাচল স্বাভাবিক থাকে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নাগরিক স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
