এডভোকেট এম. এ. হান্নান খানের উদ্যোগে ময়মনসিংহে বৃক্ষরোপণ ও বিতরণ: পরিবেশ বাঁচাতে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান

সবুজ নগরী গড়তে বিএনপি নেতার আহ্বান: ময়মনসিংহে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, জেলা চার দলীয় ও বিশ দলীয় জোটের সাবেক সমন্বয়কারী ও কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম. এ. হান্নান খান বলেছেন, “আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ময়মনসিংহ নগরীর পরিবেশ রক্ষা করতে হলে নিজ উদ্যোগে অন্তত একটি করে গাছ লাগাতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ৪ জুলাই শুক্রবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে নগরীর ৮, ৯ ও ১৮ নম্বর ওয়ার্ডের থানাঘাট, পুরাতন গুদারাঘাট ও ইসলামবাগ সংলগ্ন বেরিবাঁধ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক ভূইয়া, আব্দুল হেকিম, বিএনপি নেতা রানা গুপ্ত, ছাত্রদল নেতা সামছুল হোসাইন বাবু, ফরহাদ ভূইয়া, গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের সদস্য ইমন, রাফায়েত খান, সামিউল আলম সুমন ও ইলহাম।
এছাড়াও স্বেচ্ছাসেবীভাবে বৃক্ষরোপণে অংশ নেন সুদীপ মজুমদার, রাজন, রানা, সিফাত ও আশিক প্রমুখ। পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
