টাংপট্টি জুহুরউদ্দিন রোড সমিতির পক্ষ থেকে কোতোয়ালি থানার ওসি শিব্বিরুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

টাংপট্টি জুহুরউদ্দিন রোড সমিতির পক্ষ থেকে কোতোয়ালি থানার ওসি শিব্বিরুল ইসলামকে ফুলেল সংবর্ধনা
ময়মনসিংহ নগরীর টাংপট্টি জুহুরউদ্দিন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে কোতোয়ালি মডেল থানার সুযোগ্য ওসি মোঃ শিব্বিরুল ইসলামকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে জুহুরউদ্দিন রোড এলাকায় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ ফারুক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক মোঃ শেখ আব্দুল্লাহ সবুজসহ অন্যান্য সদস্যরা।
ব্যবসায়ী নেতারা জানান, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটির প্রধান অগ্রাধিকার ছিল দোকান ও মার্কেট এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। সম্প্রতি ওসি শিব্বিরুল ইসলামের নেতৃত্বে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এক সময় যারা রাতে দুশ্চিন্তায় ঘুমাতে পারতেন না, তারা এখন শান্তিতে ঘুমাতে পারছেন। এজন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ওসি শিব্বিরুল ইসলাম সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। আপনারা পাশে থাকলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারবো।”
সমিতির নেতৃবৃন্দ ভবিষ্যতেও পুলিশ প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
