দোহার বিএনপির সাবেক সভাপতি হারুন মাস্টারকে গুলি করে হত্যা

কাগজের আলো
ঢাকা প্রতিনিধি
দোহার বিএনপির সাবেক সভাপতি হারুন মাস্টারকে গুলি করে হত্যা
ঢাকার দোহার উপজেলায় ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হলে গুলিতে নিহত হয়েছেন বিএনপির এক সাবেক ইউনিয়ন সভাপতি। মঙ্গলবার (২ জুলাই) ভোরে উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বাহ্রা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তি হলেন – দোহারের নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার (৬৫)। তিনি বাহ্রা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ শেষে হারুন মাস্টার প্রতিদিনের মতো বাড়ির পাশে নদীর ধারে হেঁটে বেড়াতে যান। এ সময় তিনজন অজ্ঞাত যুবক হঠাৎ করে তার ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির নেতাকর্মীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
