ময়মনসিংহ বিভাগে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ বিভাগে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
মোঃ বিল্লাল হোসেন মানিক
ময়মনসিংহ, ২৬ জুন ২০২৫:
ময়মনসিংহ বিভাগের উন্নয়ন কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা।
বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজেদের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
সভায় সড়ক ও জনপদ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের উন্নয়নকাজ দ্রুত শেষ করতে সওজ-এর নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের কাজ নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীরা মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন বলে জানানো হয়।
গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ময়মনসিংহ বিভাগীয় সদর দপ্তর স্থাপন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূর্যমুখী তেল উৎপাদনে গুরুত্বারোপ করে জানায়, কৃষকদের উদ্বুদ্ধ করে সূর্যমুখী চাষ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ‘তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় ২০টি সরিষা তেল নিষ্কাশন যন্ত্র কৃষক গ্রুপের মাঝে বিতরণ করা হয়েছে। সূর্যমুখী তেল নিষ্কাশন যন্ত্র আমদানির ব্যাপারেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ সংশ্লিষ্ট সব দপ্তরকে কার্যকর সমন্বয়ের মাধ্যমে তাদের নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় ময়মনসিংহ নগরীকে একটি নাগরিকবান্ধব আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।”
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জিয়া আহমেদ সুমন। এতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, চার জেলার জেলা প্রশাসক, এবং বিভাগীয় পর্যায়ের সব সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
