যারা খবর ছাপে, এবার খবর তাদের নিয়েই

সিলেটের আদালত থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি করেছেন কালের কণ্ঠের সাবেক সিলেট ব্যুরো প্রধান আহমেদ নূর।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সাংবাদিক আহমেদ নূর ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত দৈনিক কালের কণ্ঠে কর্মরত ছিলেন। চাকরির মেয়াদকালে তার প্রাপ্য বেতন, প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য পাওনা বাবদ প্রায় ৬ লাখ ১ হাজার ৮২৪ টাকার ১০টি পোস্ট ডেটেড চেক তাকে প্রদান করা হয়। কিন্তু এর মধ্যে ৮টি চেক ব্যাংকে জমা দিলে যথাক্রমে ‘অপ্রতুল অর্থ’ ও ‘পেমেন্ট বন্ধ’ লেখা উল্লেখ করে চেকগুলো বাতিল হয়ে যায়।
এই ঘটনায় বাদী প্রথমে আইনি নোটিশ প্রদান করেন, পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে চেকের টাকা পরিশোধ না করায় ২০২৪ সালের ৫ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন। আদালত শুনানি শেষে অভিযুক্তদের হাজির হতে নির্দেশ দেন। নির্ধারিত তারিখে তারা হাজির না হওয়ায় আদালত বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, কালের কণ্ঠের প্রকাশক মোল্লা মো. হোসেন চৌধুরী, বর্তমান সম্পাদক হাসান হাফিজ, সাবেক সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী এবং বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম। এছাড়া দৈনিক কালের কণ্ঠ পত্রিকাকেও প্রতিষ্ঠান হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
এই মামলার পরিপ্রেক্ষিতে গণমাধ্যম সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সংবাদপত্রের অভ্যন্তরীণ আর্থিক জটিলতা এবং সাংবাদিকদের পাওনাদির বিষয়ে এই মামলাটি একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারে বলে অনেকেই মত প্রকাশ করছেন।
ঢাকা প্রতিনিধি
