সিঙ্গাপুরফেরত চিরকুমারের হঠাৎ ‘ফরজ পালনে’ বন্ধুমহলে ঝড়!

সিঙ্গাপুরফেরত চিরকুমারের হঠাৎ ‘ফরজ পালনে’ বন্ধুমহলে ঝড়!
আকুয়া চুকাইতলায় বেড়ে ওঠা রাজন আহামেদ এক চঞ্চল, প্রাণবন্ত তরুণ। জীবিকার সন্ধানে তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে একটি নামকরা কোম্পানিতে চাকরি করে দেশে ফেরেন। প্রবাস জীবনের অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরে তিনি নিজ এলাকায়, আকুয়া বাইপাস মার্কাস মসজিদের সংলগ্ন স্থানে গড়ে তোলেন একটি আধুনিক মোবাইল সার্ভিসিং ও নতুন মোবাইল বিক্রির শোরুম—যা অল্প সময়েই সুনাম কুড়িয়ে নেয়।
রাজন একসময় প্রতিজ্ঞা করেছিলেন—নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করবেন না। এই সংকল্পের কারণে তিনি ‘চিরকুমার সংঘের সভাপতি’ হিসেবে পরিচিতি লাভ করেন। এদিকে তার ছোট ভাইয়েরা সবাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সন্তানের পিতা হয়ে গেলেও, রাজন ছিলেন একা। মজার বিষয় হলো, তার ঘনিষ্ঠ মহলে প্রচলিত ছিল—‘রাজনের বিয়ের ফুলই ফুটে না!’
কিন্তু এবার চিত্র পাল্টে গেল হঠাৎ করেই। ঈদের পরপরই কোনো ঘোষণা ছাড়াই, কোনো আনুষ্ঠানিকতা না করে, একদম ঘরোয়া পরিবেশে পরিবারের উপস্থিতিতে রাজন সেরে ফেলেছেন ‘ফরজ কাজ’টি। তার এই হঠাৎ সিদ্ধান্তে বন্ধু মহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া—কেউ বিস্মিত, কেউ ক্ষুব্ধ, কেউবা ব্যস্ত দাওয়াত চাওয়ার দাবিতে।
বন্ধুদের দাবি—“যে মানুষ সবসময় চিরকুমার থাকার ঘোষণা দিত, সে এমন চুপিচুপি কাজটা করতে পারে না। আমরা দাওয়াত না পেলে মান-অভিমান চলবেই!”
রাজনের ঘনিষ্ঠ মহল বলছে, রাজন এখনো পুরোপুরি বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে আশায় বুক বেঁধে আছেন তার বন্ধুরা—একটি দাওয়াতের!
