ময়মনসিংহ জেলা পুলিশের অপরাধ দমনে উজ্জ্বল দৃষ্টান্ত—শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ ওসি সম্মান পেলেন সাগর সরকার ও আল মামুন সরকার

ময়মনসিংহ জেলা পুলিশের অপরাধ দমনে উজ্জ্বল দৃষ্টান্ত—শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ ওসি সম্মান পেলেন সাগর সরকার ও আল মামুন সরকার
রিপোর্ট: মোঃ বিল্লাল হোসেন মানিক
বিভাগীয় প্রধান ও সিনিয়র প্রাইম রিপোর্টার, কাগজের আলো
ময়মনসিংহ, ২০ এপ্রিল ২০২৫: ময়মনসিংহ জেলা পুলিশের মার্চ ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ সার্কেল ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়েছে। এ সভায় জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন জনাব সাগর সরকার, সহকারী পুলিশ সুপার (এএসপি), হালুয়াঘাট সার্কেল এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জনাব আল মামুন সরকার, অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা।
হালুয়াঘাট সার্কেলের সাফল্য: সাহসিকতা ও পেশাদারিত্বের প্রতীক সাগর সরকার
এএসপি সাগর সরকার তার দায়িত্বকালেই হালুয়াঘাটে একাধিক গুরুত্বপূর্ণ অপরাধের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সম্প্রতি আলোচিত ইসমাইল হোসেন ধর্ষণ মামলায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে তিনি এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় তার নেতৃত্বে সার্কেলের প্রতিটি থানা দুর্নীতি ও অপরাধমুক্ত রাখতে কার্যকরী ভূমিকা পালন করেছে।
ধোবাউড়া থানার অপরাধ নির্মূলে অগ্রণী ভূমিকা ওসি আল মামুন সরকারের
ধোবাউড়া থানার ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জনাব আল মামুন সরকার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছেন। তার নেতৃত্বে সম্প্রতি ভারতীয় মদসহ একাধিক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। অক্টোবর ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত তিনি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানসহ মোট ৫৮টি মামলা রুজু করেন, যার মধ্যে নারী ও শিশু নির্যাতন, সড়ক দুর্ঘটনা ও বালু-মাটি আইনের মামলাও অন্তর্ভুক্ত।
তিনি বলেন, “আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোস করবো না। যেখানেই অপরাধ, সেখানেই আইন প্রয়োগ করে ব্যবস্থা গ্রহণ করবো।”
জনগণের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল এই অর্জন
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ এবং সুশীল নাগরিকদের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণেই এই সাফল্য অর্জিত হয়েছে। অপরাধ দমনে এই সম্মিলিত প্রয়াস যদি এভাবেই অব্যাহত থাকে, তবে ভবিষ্যতেও ময়মনসিংহ জেলায় একটি নিরাপদ, সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলা সম্ভব।
