নজরুল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে বাধাদানকারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

নজরুল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে বাধাদানকারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
এ এ এইচ সিয়াম,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, নির্যাতন, চিকিৎসায় বাধা এবং ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তদন্তে অবশেষে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রায় আট মাস পর এই কমিটি গঠিত হলো।
বুধবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ১০ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন (প্রধান), অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক মো. বাকীবিল্লাহ, পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক নুরে আলম সিদ্দিকী, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম মাসুদুল মান্নান।
তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের ওপর নিপীড়ন, সহিংসতা ও হুমকির ঘটনা ঘটে। এসব ঘটনায় এখনো দোষীদের বিচার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছিল। তদন্ত কমিটি গঠনের মাধ্যমে অবশেষে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এ এ এইচ সিয়াম
প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়
০১৫৮১০৯৩৪৮৬
