ময়মনসিংহে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে জমি দখল ও দুর্নীতির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

Oplus_131072
ময়মনসিংহে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে জমি দখল ও দুর্নীতির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
ময়মনসিংহ মহানগরীর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম মিন্টু ও তার পরিবারসহ সহযোগীদের বিরুদ্ধে ভূমিদস্যুতা, জাল দলিল তৈরি ও সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মিন্টু তার স্ত্রী জোৎস্না ইসলাম (মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য) ও ভাই নূরুউদ্দিন টিটু (স্বেচ্ছাসেবক লীগ ১২ নম্বর ওয়ার্ড সভাপতি) মিলে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জমি দখল করে রেখেছেন।
এলাকাবাসীর অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যার ঘটনায় জড়িত থাকার পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং তারা ক্ষমতার অপব্যবহার করে জাল দলিল তৈরি, সরকারি খাস জমি দখল ও নানা দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন।
নায়েব কালামের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
এদিকে, ভূমি দখল ও জাল দলিল তৈরিতে সহায়তার অভিযোগ উঠেছে আকুয়া ভূমি অফিসের নায়েব কালাম নায়েকের বিরুদ্ধেও। অভিযোগ রয়েছে, প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় তিনি সরকারি খাস জমি দখলের সুযোগ করে দিয়েছেন এবং নিজেও হয়েছেন কোটি কোটি টাকার মালিক। দীর্ঘ ১৫ বছর ধরে একই পদে বহাল থাকা এই নায়েবের বিরুদ্ধে অনিয়মের কথা কেউ বললেই পড়তে হয়েছে অপমানের শিকার। তবে আশ্চর্যজনকভাবে এক সপ্তাহের মধ্যেই তিনি ওই পদ থেকে ট্রান্সফার হয়ে যান, ময়মনসিংহের শম্ভুগঞ্জের ভূমি অফিসে সদরে থেকেই এখনো তার অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন একজন ভুক্তভোগী।
স্থানীয়দের আরও অভিযোগ, নায়েব কালাম তার শাশুড়ির নামে কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন, এমনকি ছয়তলা বাড়ির মালিকও হয়েছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঠিক তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। তার বেসিক বেতন, সম্পদের উৎস এবং তার শাশুড়ির বিপুল অর্থ-সম্পদ কিভাবে এলো, তা খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বিচারের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ
এলাকাবাসী অবিলম্বে সাইফুল ইসলাম মিন্টু ও তার সহযোগীদের বিচার, দখল করা জমি উদ্ধার এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ক্ষমতার দাপটে সাধারণ মানুষ আর নিপীড়নের শিকার না হয়।