নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার অনুষ্ঠিত
এ এ এইচ সিয়াম, নজরুল বিশ্ববিদ্যালয়:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রয়াত তিন শিক্ষার্থী— তৌহিদ, হেলাল ও আজাদীর স্মরণে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রায় ১,৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।
শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পুরুষ শিক্ষার্থীদের জন্য এবং কদমতলা সংলগ্ন স্থানে নারী শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে এ ইফতারের ব্যবস্থা করা হয়। বিকেল ৪টা থেকেই ইফতার বিতরণ শুরু হয়। ইফতারে ছিল গরুর তেহারি, জুস, পানি, খেজুর, আঙুর, বেগুনি, আলুর চপ, গাজর ও শসা।
ইফতারে অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কয়েক দিন আগে থেকেই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে স্থাপিত রেজিস্ট্রেশন বুথ থেকে ১০০ টাকার বিনিময়ে টোকেন সংগ্রহ করতে হয়। আয়োজকদের মতে, এই গণ-ইফতার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাহরিয়ার বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে ছাত্রশিবির চমৎকার একটি উদ্যোগ নিয়েছে। পরিবার থেকে দূরে থাকলেও এখানে বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়রদের সঙ্গে একসাথে ইফতার করতে পারছি, যা আমাদের জন্য আত্মতৃপ্তির।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য সাদ কবির বলেন, ‘সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বৃদ্ধির পাশাপাশি ইসলামের ঐতিহ্য বজায় রাখতেই এই গণ-ইফতারের আয়োজন। ইসলামী ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে ও দেশের উন্নয়নে কাজ করে। রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে।’
গণ-ইফতারের এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে এক অনন্য বন্ধন তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।