হালুয়াঘাট সার্কেল পুলিশের অভিযান: ১০ লক্ষ টাকার ৪০টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর


হালুয়াঘাট সার্কেল পুলিশের অভিযান: ১০ লক্ষ টাকার ৪০টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে হস্তান্তর
ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি ও হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আজ ০৪ মার্চ ২০২৫ (মঙ্গলবার) হালুয়াঘাট সার্কেল অফিসে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
মোবাইল উদ্ধারের প্রক্রিয়া
হালুয়াঘাট ও ধোবাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর, পুলিশের সাইবার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলোর আইএমইআই নম্বর শনাক্ত করে। পরবর্তীতে গাজীপুর, মাওনা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪০টি মোবাইল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
পুলিশের নেতৃত্বে সফল অভিযান
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেল) সাগর সরকার। তার সাথে এটিএসআই জান্নাত প্রধান, কনস্টেবল মোঃ শহিদুল ইসলাম ও কনস্টেবল আলী জাফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ভুক্তভোগীদের প্রতিক্রিয়া
উদ্ধার হওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে ভুক্তভোগীরা আনন্দ প্রকাশ করেছেন।
✔ জাকিয়া সুলতানা (ঘোষবের এলাকা): “অনেক খোঁজাখুঁজি করেও মোবাইল পাইনি, থানায় জিডি করেছিলাম। মোবাইল ফিরে পেয়ে খুব ভালো লাগছে।”
✔ শামসুল ইসলাম (গাতী গ্রাম): “আমার পুত্রবধূর মোবাইল চুরি হয়েছিল। আজ সেটা ফিরে পেয়ে আমরা অনেক খুশি।”
পুলিশের বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
সহকারী পুলিশ সুপার সাগর সরকার জানান, পুলিশের সতর্ক নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে হারানো মোবাইল উদ্ধার করা সম্ভব হচ্ছে। আগামীতেও এ ধরনের সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে হালুয়াঘাট ও ধোবাউড়া থানার বিভিন্ন এলাকা থেকে ২৪টি অ্যান্ড্রয়েড ফোন ও একটি মিনি ট্যাব উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেয় পুলিশ।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকাবাসী পুলিশকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।