নজরুল বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশের আগে হলের সিট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন


নজরুল বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশের আগে হলের সিট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
এ এ এইচ সিয়াম, প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রভোস্ট কাউন্সিল কর্তৃক স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশের আগেই আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
মঙ্গলবার(৪ মার্চ) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের আগে সিট বাতিল না করা এবং নির্বিঘ্নে উচ্চশিক্ষা ও কর্মজীবন বিষয়ক প্রস্তুতির জন্য চূড়ান্ত ফলাফল প্রকাশের পর নূন্যতম তিন মাস সময় দেওয়ার দাবি জানান৷ এর আগে তারা গত ২৬ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফল প্রকাশের পর তিন মাস পর্যন্ত হলের সিট বহাল রাখার দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলমের কাছে লিখিত আবেদন করেন।
মানববন্ধনে ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী সুমন পাল বলেন ‘আমাদের আজকের মানববন্ধনের মূল বিষয় গত ২৫ ফেব্রুয়ারি প্রভোস্ট কাউন্সিল কর্তৃক অযৌক্তিকভাবে আবাসিক শিক্ষার্থীদের সিট বাতিল বিষয়ক গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও দুই দফা দাবী আদায়।আমাদের যে দাবি দুইটি তার প্রথম দাবি হলো স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফলের আগে সিট বাতিল করা যাবে না। দ্বিতীয় দাবি চাকরির প্রিপারেশন এবং উচ্চ শিক্ষার জন্য দিতে অন্তত তিন মাস সময় দিতে হবে। আমরা এই যোক্তিক দাবি বাস্তবায়নে উপাচার্যের কাছে দাবি জানাই। ‘
হিসাববিজ্ঞান ও তথ্য প্রদ্ধতি বিভাগের শিক্ষার্থী জোবায়ের বলেন ‘ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও কর্মজীবন বিষয়ক প্রস্তুতি নিতে সময় প্রয়োজন, কিন্তু হল ত্যাগ করলে তা কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায় আমাদের নির্বিঘ্নে উচ্চশিক্ষা ও কর্মজীবন বিষয়ক প্রস্তুতি কাজ সম্পন্ন করার জন্য স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল প্রকাশের পর অন্তত তিন মাস হলে থাকা প্রয়োজন।’
জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলে যেসকল শিক্ষার্থীর স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা এবং যেসকল বিভাগের স্নাতকোত্তর চালু নেই সেসকল বিভাগের স্নাতক চূড়ান্ত পরীক্ষা সম্পন্নের এক মাসের মধ্যে আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই প্রভোস্ট কাউন্সিলের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে শিক্ষার্থীরা।
এ এ এইচ সিয়াম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৫৮১০৯৩৪৮৬