বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠিতে জেলা সমাবেশ অনুষ্ঠিত


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝালকাঠিতে জেলা সমাবেশ অনুষ্ঠিত
শাহরিয়া সিমান্ত ;ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনী উন্নয়ন জন্য ধারাবাহিকতা চলমান রাখতে আনসার সদস্যদের কাছে অনুরোধ জানান প্রধান অতিথি বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আসাদুজ্জামান গনী। সোমবার (১৭ ফেরুয়ারি) ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আসাদুজ্জামান গনী বলেন, আনসার সদস্যরাও সরকারের সুবিধা পেয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি সিভিল সার্জন ডাঃ মোঃ এইচএম জহিরুল ইসলাম, ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক অন্তরা হালদার, ঝালকাঠি আর্মি ক্যাম্প মেজর শোভন শাহরিয়ার, ঝালকাঠি জেলা এনএসআই উপ-পরিচালক মোঃ এমদাদুল হক,বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনী বরিশাল জেলা কমান্ডার নাহিদ হাসান রনি,সমাবেশে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ আনসার ও প্রতিরক্ষা বাহিনী ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত। আলোচনা শেষে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ও সংগঠনের কাজের গতিশীলতা আনয়নের লক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। সমাবেশে ঝালকাঠির সকল উপজেলা আসনসার কর্মকর্তাগণ, কমান্ডারগনসহ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেছেন আনসার ভিডিপি’র ঝালকাঠি সদর উপজেলা কর্মকর্তা মো. আল-আমিন হোসেন।