সিলেট-৩ আসন নির্বাচন উপলক্ষে ইতালিতে আলোচনা সভা
 
                                                                    
সিলেট-৩ আসন নির্বাচন উপলক্ষে ইতালিতে আলোচনা সভা
সালাউদ্দিন সাগরকে ঘিরে প্রবাসীদের উচ্ছ্বাস
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ
দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ
ইতালির লাস্পেসিয়ায় ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার বিকাল ৫টায় বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের আসন্ন নির্বাচনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিপ্লবী জননেতা আলহাজ্ব এম.এ. মালিক এর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম.এ. মালিক। বিশেষভাবে প্রবাসী নেতৃবৃন্দের মধ্যে সালাউদ্দিন সাগর, সিনিয়র সহ-সভাপতি বিএনপি লা স্পেসিয়া শাখা (ইতালি), ছিলেন আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। তার কর্মনিষ্ঠা, প্রবাসী বিএনপি পরিবারের ঐক্য ও নেতৃত্বের ভূমিকাকে সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রশংসা করেন।
এসময় প্রধান বক্তা ছিলেন আব্দুল মান্নান হীরা (সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি ইতালি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদিউজ্জামান মাসুদ, ফরিদুল ইসলাম আনিস, সবুজ ঢালী ও রিপন সরকার।
সভাপতিত্ব করেন প্রভাষক খলিলুর রহমান খোকন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুলাল আহমেদ (যুগ্ম আজ্ঞায়ক, ইতালি উত্তর স্বেচ্ছাসেবক দল) ও রফিকুল ইসলাম (সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, লা স্পেসিয়া বিএনপি)।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রবাসী নেতৃবৃন্দ বিশেষভাবে উল্লেখ করেন, সালাউদ্দিন সাগর প্রবাসে থেকেও মাঠের রাজনীতির সাথে যুক্ত থেকে দেশের সংকটকালে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন।
সভায় এম.এ. মালিকসহ সকল বক্তা প্রবাসী বিএনপির ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর নির্বাচনী সংগ্রামে সিলেট-৩ আসনে বিজয়ের লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
 
		
		 
                
 
                 
                 
                                 
                                 
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                                     
                                                     
                                                     
                                                     
                                                                                     
                                             
                                                     
                                                     
                                                     
                                                                                     
                                                     
                                                    