শিবপুরের শীর্ষ সন্ত্রাসী শওকত অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

শিবপুরের শীর্ষ সন্ত্রাসী শওকত অস্ত্র ও গুলিসহ গ্রেফতার
কাগজের আলো
নরসিংদী প্রতিনিধি: আবুনাঈম রিপন
নরসিংদীর শিবপুরে পুলিশের সফল অভিযানে গ্রেফতার হয়েছে এলাকার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের হোতা মোঃ সৈকত ওরফে শওকত আলী (২৬)। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জুন সোমবার ভোর ৪:৪৫টায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইনের নেতৃত্বে এসআই রেজাউল ও এসআই সাদেকের সমন্বয়ে গঠিত অফিসার ফোর্সের সহায়তায় ঢাকা বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শওকতের বাড়ি নরসিংদীর শিবপুর থানার বানিয়াদী গ্রামে হলেও বর্তমানে সে ভাসমান অবস্থায় ছিল। তার পিতা মৃত সিদ্দিকুর রহমান ওরফে আবু ছিদ্দিক। শওকতের কাছ থেকে একটি ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শওকতের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মোট ৬টি মামলার চার্জশিট রয়েছে। এর মধ্যে একটি হত্যা, তিনটি হত্যাচেষ্টা এবং তিনটি মাদক মামলা অন্তর্ভুক্ত। এছাড়াও তার নামে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মামলা নম্বরগুলো হলো:
১. মামলা নং ১৩(৭)২৪ – ধারা ৩০২/৩৪ পেনাল কোড
২. মামলা নং ২৭(৮)২০ – ধারা ১৪৩/৩৪১/৩২৬/৩০৭
৩. মামলা নং ১৬(১০)২৪ – ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৬/৩০৭/৩৮০/৪২৭
৪. মামলা নং ০২(১১)২১ – ধারা ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৪৩৬
৫. মামলা নং ২০(০৫)২৩
৬. মামলা নং ০১(০১)২
তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলিং, চাঁদাবাজি, মাদক ও অস্ত্রব্যবসাসহ নানা অপরাধে জড়িত থাকার অসংখ্য অভিযোগ রয়েছে। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসাইন বলেন, “শওকতের নিজের বা পৈতৃক কোনো জমি-জায়গা শিবপুরে না থাকা সত্ত্বেও, তার ভয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিল। সে ছিল কিশোর গ্যাং লিডার ও নানা অপরাধের মূল হোতা।”
এই সফল গ্রেফতার অভিযানে শিবপুরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শিবপুর থানার ওসি মোঃ আফজাল হোসাইন ও তার অফিসারবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তার কোনো ছাড় নেই — শিবপুর থানা পুলিশ।
