দুর্গাপুরে ফেরিওয়ালা ব্যারিস্টার কায়সার কামাল: ৯৩২ দুস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে দিচ্ছেন বিএনপির এই নেতা

দুর্গাপুরে ফেরিওয়ালা ব্যারিস্টার কায়সার কামাল: ৯৩২ দুস্থ মানুষের চোখের আলো ফিরিয়ে দিচ্ছেন বিএনপির এই নেতা
কাগজের আলো প্রতিনিধি, নেত্রকোনা:
নেত্রকোনার দুর্গাপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। নিজের অর্থায়নে ও তত্ত্বাবধানে তিনি অসহায়, দুস্থ ও বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন।
তার উদ্যোগে আয়োজিত মেডিকেল ও চক্ষু ক্যাম্পে প্রাথমিকভাবে চোখের চিকিৎসা নিয়েছেন ৯৩২ জন রোগী। যাদের মধ্যে চোখের ছানির সমস্যা চিহ্নিত হওয়ায় ধাপে ধাপে তাদের অপারেশন সম্পন্ন করা হচ্ছে। গত ৩০ জুলাই (বুধবার) দ্বিতীয় ধাপে দুর্গাপুর থেকে ময়মনসিংহের ড. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয় আরও ৪৫ জন রোগীকে। তাদের মধ্যে রয়েছেন ১৯ জন নারী ও ২৬ জন পুরুষ।
‘আর্তমানবতার সেবায় বিএনপি’ – এই প্রতিপাদ্যে অনুপ্রাণিত হয়ে ব্যারিস্টার কায়সার কামাল শুধু চিকিৎসা নয়, বরং রোগীদের যাতায়াত, খাবার, ওষুধসহ যাবতীয় ব্যয় নিজেই বহন করছেন।
চিকিৎসা নিতে আসা অনেক রোগীই ব্যারিস্টার কায়সার কামালের এই উদ্যোগকে দোয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন। গরীব পরিবার থেকে আসা আয়েশা আক্তার বলেন, “বহুদিন ধরে চোখের অসুখে ভুগছি। এবার ব্যারিস্টার কায়সার কামাল সাহেব চোখের চিকিৎসার ব্যবস্থা করায় আশার আলো দেখছি।”
বালিচান্দা গ্রামের আব্দুল গফুর বলেন, “চোখে ছানি পড়েছে বহুদিন আগে, কিন্তু বড় হাসপাতালে যাওয়া সম্ভব ছিল না। এখন অপারেশনের সুযোগ পেয়েছি।”
রামবাড়ি গ্রামের সবুজ মিয়া বলেন, “সংসার চালাতে কষ্ট হয়, চোখের চিকিৎসা করাতে পারছিলাম না। কায়সার ভাইয়ের সহযোগিতায় এখন চোখে দেখতে পাবো—এই আশায় আছি।”
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় ও কায়সার কামালের তত্ত্বাবধানে গুজিরকোণা গ্রামে আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্প থেকেই এই বিশাল কর্মসূচির সূচনা হয়। ইতোমধ্যে বহু রোগীর ছানি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে, বাকি রোগীদের অপারেশনও শিগগিরই সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ব্যারিস্টার কায়সার কামালের এই মানবিক প্রয়াস এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
