পুরাতন রেট বাতিল ও ৮০% রেট বৃদ্ধির দাবিতে ময়মনসিংহে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদারদের মানববন্ধন
oplus_131072

পুরাতন রেট বাতিল ও ৮০% রেট বৃদ্ধির দাবিতে ময়মনসিংহে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিনি ঠিকাদারদের মানববন্ধন
মোঃ বিল্লাল হোসেন মানিক
২০১৭ সালের পুরাতন রেট সিডিউল বাতিল করে নতুন রেটে ৮০% বৃদ্ধির দাবিতে ময়মনসিংহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার, ৩০ জুলাই ২০২৫ তারিখ সকাল ১১টায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বিভিন্ন জেলার নেতৃবৃন্দ জানান, দীর্ঘ আট বছর ধরে একই রেটে বিল দেওয়া হচ্ছে। অথচ এই সময়ে জীবনযাত্রার ব্যয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। ফলে বর্তমান রেটে কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ময়মনসিংহ জোনের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, এই রেটে কাজ চালানো আর সম্ভব নয়। আমাদের অধীনস্থ শ্রমিক-কর্মচারীদের বেতন, অফিস খরচ, যানবাহনের তেল, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ—সব কিছুতেই খরচ বেড়েছে। কিন্তু রেট বাড়েনি এক টাকাও। আমরা সরকারের কাছে যৌক্তিক রেট বৃদ্ধির দাবি জানাই।
সাধারণ সম্পাদক মোহাম্মদ বায়োজিত উল্লাহ বলেন, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে আমরা মাঠপর্যায়ে কাজ করে আসছি দীর্ঘদিন ধরে। অথচ আমাদের ন্যায্য পাওনাটুকুও দেওয়া হচ্ছে না। আমরা চাই সরকার অবিলম্বে রেট সিডিউল হালনাগাদ করুক।
জামালপুর PBS-এর সভাপতি মাহাবুবুর রহমান মাসুদ বলেন, ৮০% রেট বৃদ্ধি না হলে আমাদের শ্রমিকদের আর টিকিয়ে রাখা যাবে না। তারা প্রতিনিয়ত লোকসানে কাজ করছেন। একসময় বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেও বসতে পারে সবাই।
শেরপুর PBS-এর সভাপতি সারোয়ার হোসেন শানু বলেন, এই আন্দোলন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এটি একটি জীবন ও জীবিকার প্রশ্ন। সরকার যদি এখনই ব্যবস্থা না নেয়, তাহলে আরও বড় আন্দোলন হবে।
নেত্রকোনা জেলার সিনিয়র সহসভাপতি আল-আমিন হোসেন বলেন, বিদ্যুৎ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা ইচ্ছা করলে পাঁচ মিনিটেই সমস্যার সমাধান করতে পারেন। আমরা আশা করি, তারা আমাদের অবস্থার বাস্তবতা অনুধাবন করে দ্রুত ব্যবস্থা নেবেন।
ময়মনসিংহ PBS (১)-এর সভাপতি বিশ্বজিৎ রনি বলেন, এই অবস্থায় আর কাজ করা সম্ভব নয়। আমরা সবাই ঋণের ভারে জর্জরিত। এই দাবিগুলো পূরণ না হলে অনেকেই হয়তো কাজ ছেড়ে দিতে বাধ্য হবেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ময়মনসিংহ জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সারাদেশের ১২টি জোনে একযোগে একই দাবিতে এই মানববন্ধন পালিত হয়েছে। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে দেশের সব জোনের মিনি ঠিকাদাররা কাজ বন্ধ করে দিতে বাধ্য হবেন। সরকারের প্রতি তাদের আবেদন—“আমাদের শ্রমিকদের বাঁচতে দিন, আমাদের পরিবারগুলোকে পথে বসতে দেবেন না।”
