ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদন


ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের একুশে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা নিবেদন
ময়মনসিংহ, ২১ ফেব্রুয়ারি ২০২৫: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ময়মনসিংহ জেলা মটরস ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন (রেজি নং ৪৭০১) কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বাবুলের নেতৃত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শহীদুল হক, প্রচার সম্পাদক শামসুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক সারোয়ার হোসেন সুমন, কার্যকরী সদস্য শাহজাহান, সাবেক সহ-সভাপতি মো. জুলহাস এবং উপদেষ্টা ও দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাসুদ তালুকদার।
ইতিহাসের পটভূমি: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য ঢাকায় ছাত্রসমাজের আন্দোলনে পুলিশের গুলিতে রফিক, শফিক, সালাম, বরকতসহ আরও অনেকে শহীদ হন। তাদের এই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়, যা আজ সারা বিশ্বে ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য উদযাপনের প্রতীক।
বক্তব্য: শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বাবুল বলেন, “ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাদের ত্যাগের ফলে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের উচিত বাংলা ভাষার সঠিক ব্যবহার ও সংরক্ষণে সচেষ্ট হওয়া।”
সাধারণ সম্পাদক শহীদুল হক বলেন, “ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি। এই চেতনাকে ধারণ করে আমরা সমাজের উন্নয়নে কাজ করে যাব।”
উপস্থিতি: এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন।