নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল।

নান্দাইলে বিএনপি’র বিক্ষোভ মিছিল।
নান্দাইল প্রতিনিধি: আঃ হান্নান আল আজাদ
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি বিক্ষোভ মিছিল করেছেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার’ এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে শনিবার (১৯ জুলাই) ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীবৃন্দ।
বিকাল ৩টায় উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ দলে দলে মিছিল সহকারে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসে জড়ো হতে থাকে। এসময় সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম শাসম সূর্য্য ও সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল সহ উপজেলার নেতৃবৃন্দ তাদেরকে স্বাগম জানান। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক বিগ্রেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম শাসম সূর্য্য। এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, বাবু পল্লব রায়, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব, যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা, দেশ নায়ক তারেক রহমান-এর বিরুদ্ধে কোন ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুশিয়ারী প্রদান করেন। তাছাড়া দেশে সুষ্ঠ পরিবেশ ও শান্তি ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করার জোর আহ্বান জানান।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণ অংশগ্রহন করে।
