আগস্ট থেকে ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবার চাল পাবে

আগস্ট থেকে ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবার চাল পাবে
আগামী আগস্ট মাস থেকে সারাদেশে ৫৫ লাখ নিম্নআয়ের পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এই সহায়তা কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
সোমবার (১৫ জুলাই ২০২৫) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানান, দরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার এই কর্মসূচি চালু করছে। প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাবে, প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।
খাদ্য উপদেষ্টা বলেন, এই চাল বিতরণ কর্মসূচি চলবে মোট ছয় মাস। এর মধ্যে প্রথম চার মাস—আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে চাল দেওয়া হবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারি মাসে একটি বিরতি থাকবে। পরবর্তী ধাপে ফেব্রুয়ারি ও মার্চ মাসে পুনরায় চাল বিতরণ করা হবে।
তিনি আরও জানান, চালের পর্যাপ্ত মজুদের পাশাপাশি সামনে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কথা বিবেচনায় রেখে খাদ্য মন্ত্রণালয় ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে। একইসঙ্গে বেসরকারি খাতে আরও ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতির জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে বাজারে খোলা চালের দাম ৬০ থেকে ৬৫ টাকা কেজি, এমন পরিস্থিতিতে ১৫ টাকা কেজি দরে চাল পাওয়া দরিদ্র মানুষের জন্য অনেক বড় সহায়তা হবে। সরকার ইতিমধ্যে এই কর্মসূচিকে আরও সম্প্রসারণ করেছে। আগের অর্থবছরে ৫০ লাখ পরিবারকে এই সুবিধা দেওয়া হয়েছিল, এবার তা বাড়িয়ে ৫৫ লাখ পরিবারে উন্নীত করা হয়েছে এবং বিতরণের সময়সীমাও এক মাস বাড়ানো হয়েছে।
চাল সরবরাহের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট জেলার খাদ্য বিভাগকে তালিকা অনুযায়ী প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয় আশা করছে, এই কর্মসূচির ফলে অভ্যন্তরীণ বাজারেও কিছুটা স্থিতিশীলতা ফিরে আসবে এবং দরিদ্র মানুষ খাদ্যসংকটের মুখে পড়বে না।
