নজরুল বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে খাবার সংকট
নজরুল বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে খাবার সংকট, শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে


নজরুল বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে খাবার সংকট, শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে
এ এ এইচ সিয়াম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারি ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের আবাসিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ডাইনিং বন্ধ থাকার কারণে চরম দুর্ভোগে রয়েছেন। বারবার পরিচালক পরিবর্তন ও প্রশাসনের অব্যবস্থাপনার ফলে শিক্ষার্থীদের নিয়মিত খাবার পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানুয়ারি মাস থেকে চারবার ডাইনিং পরিচালকের পরিবর্তন হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। সর্বশেষ, পাঁচদিন আগে ডাইনিং আবারও বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা পুরোপুরি বাইরের খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। বর্তমানে হলটিতে প্রায় ১৮০ জন আবাসিক শিক্ষার্থী থাকলেও ডাইনিং চালু না থাকায় তারা বাধ্য হয়ে ক্যানটিন বা রেস্তোরাঁ থেকে অতিরিক্ত খরচে খাবার কিনতে বাধ্য হচ্ছেন, যা তাদের শিক্ষাজীবনের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
এক শিক্ষার্থী, সানজিদা, এই দুর্ভোগের চিত্র তুলে ধরে বলেন, “দুর্ভিক্ষের সময় রিলিফ ক্যাম্পে যেমন খাবার বিতরণ করা হতো, আমাদের অবস্থা এখন তেমনই। প্রতিদিন খাবারের জন্য দৌড়াতে হয়।”
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্রী বলেন, “হল প্রশাসনের অব্যবস্থাপনার কারণে আমরা অনেক কষ্টে আছি। হলের ভেতরে যদপ্রয়োজনীয় সুবিধা না থাকে, তাহলে হলে থাকাই মুশকিল।
”
ডাইনিং সমস্যা নিয়ে জানতে চাইলে দোলনচাঁপা হলের প্রাধ্যক্ষ লাইলী আক্তার বলেন, “হলের সিট সংখ্যা ২২০-২৩০ হলেও বাস্তবে বসবাসকারীর সংখ্যা তুলনামূলক কম। মাত্র ১৫-২০ জনের জন্য ডাইনিং চালু রাখা অর্থনৈতিকভাবে টেকসই নয়। তাই বারবার পরিচালক পরিবর্তন হলেও কেউই স্থায়ীভাবে ডাইনিং চালিয়ে নিতে পারেননি। তবে সমস্যা সমাধানে আমরা কাজ করছি।”
শিক্ষার্থীরা দ্রুত কার্যকরী সমাধান চান, যাতে তারা স্বাভাবিক পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। তবে প্রশাসনের উদ্যোগ কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা থেকে যাচ্ছে।