শিবগঞ্জে পেয়াজ ও ধনে ক্ষেতের সাথে শত্রুতা


শিবগঞ্জে পেয়াজ ও ধনে ক্ষেতের সাথে শত্রুতা
আহসান হাবীব,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পেয়াজ ও ধনে ক্ষেতের সাথে শত্রুতা করে কীটনাশক বিষ প্রয়োগে নষ্ট করেছে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার দূর্লভপুর ইউনিয়নে চরহাসানপুর ক্যাম্পপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পতিকার চেয়ে ভূক্তভোগী দূর্লভপুর ইউনিয়নে চরহাসানপুর ক্যাম্পপাড়ার কৃষক মোঃ শরিফুল ইসলাম শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১৩ কাঠা জমির পেয়াজ ও ধনের ক্ষেতে দূর্লভপুর ইউনিয়নে চরহাসানপুর ক্যাম্পপাড়ার মোঃ তোসিবুর ও তাঁর ছেলে মাসুদ রানাসহ ৬জন ব্যক্তি গত ২রা ফেব্রুয়ারি রাতের আধারে কীটনাশক বিষ প্রয়োগ করে পেয়াজ ও ধনে চারাগাছ নষ্ট করে দেয়। এতে ওই কৃষকের প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, গত ২৭ ফেব্রুয়ারি বিষয়টি সরজমিনে গিয়ে দেখা গেছে ১৩ কাঠা জমির পেয়াজ ও ধনের ক্ষেত পুড়ে নষ্ট হয়ে গেছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, মোঃ তোসিবুর ও তাঁর ছেলে মাসুদ রানার সাথে তাদের পূর্বশত্রুতা আছে বলে স্থানীয় জানান এবং ঘটনাটি তারা ঘটিয়েছে বলে সন্দেহ করছেন ভুক্তভোগী কৃষক শরিফুল ইসলাম।
এব্যাপারে স্থানীয় মৃত আহাদ আলী, নওশাদ আলী, আসাম উদ্দিন, ইসমাইল হোসেন, শিমুল আলী, আব্দুল হামিদসহ অনেকে জানান, শরিফুল ইসলাম প্রায় ১৩ কাঠা জমিতে পেয়ার ও ধনে চাষ করেছিল। কিন্তু কয়েকদিন আগে রাতে আধারে কে বা কারা কীটনাশক বিষ প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে। এতে শরিফুল ইসলামের ৩০ থেকে ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, আমরা সকলেই জানি শরিফুল ইসলামের চাচাতো ছোট ভাই মোঃ শাহিন আলমের সাথে পূর্বশত্রুতা আছে। তাদের শত্রুতার কারণে পেয়ার ও ধনে ক্ষেতে বিষ দিয়ে নষ্ট করেছে বলে আমাদের জানিয়েছে শরিফুল ও শাহিন।
এদিকে, মোঃ তোসিবুর ও তাঁর ছেলে মাসুদ রানা জানান, শরিফুল ইসলামের পেয়াজ ও ধনে ক্ষেতে আমার কোন বিষ দেয়নি। আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে তারা।
এব্যাপারে তদস্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলেও কোন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তাই ঘটনাটির পূর্ণরায় তদন্ত চলছে। তদন্তে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।