গফরগাঁওয়ে বিএনপির ইফতার মাহফিলে জনতার ঢল


গফরগাঁওয়ে বিএনপির ইফতার মাহফিলে জনতার ঢল
নীরব হাসান
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৫ নম্বর টাঙ্গাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং আগামীর বাংলাদেশ গঠনে তারেক রহমানের নির্দেশিত দেশ মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বামুনখালি কালির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক দুইবারের সংসদ সদস্য মরহুম আলহাজ্ব ফজলুর রহমান সুলতানের সুযোগ্য পুত্র জননেতা আলহাজ্ব মুশফিকুর রহমান।
সভাপতিত্ব করেন:
জনাব ইকবাল ই আলম ইকবাল
সঞ্চালনায় ছিলেন:
জনাব মেজবাহ উদ্দিন সোহাগ ও জনাব এম দেলোয়ার হোসেন মৃধা
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন:
- সেলিম আহমেদ – পৌর বিএনপি, গফরগাঁও
- সৈয়দ সোহেল – যুগ্ম সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল
- অজহারুল ইসলাম পারভেজ – গফরগাঁও উপজেলা শ্রমিকদল
- নাজমুল হাসান এডিসন – গফরগাঁও উপজেলা যুবদল
- জাহিদ হাসান মুকুট – যুবদল, পাগলা থানা
- আরিফুজ্জামান সুমন – যুবদল, পাগলা থানা
- আবদুল আল রায়হান অপু – সাধারণ সম্পাদক, গফরগাঁও উপজেলা ছাত্রদল
এছাড়া গফরগাঁও উপজেলা ও পাগলা থানা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতার আগমনে জনতার ঢল
অনেকদিন পর জননেতা মুশফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়। তাঁকে একনজর দেখতে ও তাঁর বক্তব্য শুনতে হাজারো জনতা ভিড় জমায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির নেতৃত্বে দেশ গঠনের সংগ্রাম চলছে এবং আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দলীয় ঐক্য ধরে রাখতে হবে।
ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয় এবং দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।