ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে নান্দাইল উপজেলায় বিক্ষোভ মিছিল।

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে নান্দাইল উপজেলায় বিক্ষোভ মিছিল।
আঃ হান্নান আল আজাদ আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্বিচারে ইসরাঈলের বর্বর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) যোহরের নামাজের পর নান্দাইলের সচেতন নাগরিক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদর ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নান্দাইল উপজেলার সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ এর সামনে থেকে বের হয়ে নান্দাইল পুরাতন বাজার বাসস্ট্যান্ড হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল শেষে তারা প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। নান্দাইল উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমীনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা শুরা কর্মপরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, মাদ্রাসার সুপার মাওলানা সালেহ উদ্দিন আখন্দ বাবুল প্রমুখ। এছাড়া নান্দাইল উপজেলার সচেতন নাগরিক ও ধর্মপ্রাণ মুসলমানগণ উক্ত বিক্ষোভ মিছিলে স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহন করেন। এসময় বক্তরা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাঈল কর্তৃক মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে গাজা ও ফিলিস্তিনের উপর অত্যাচার-নির্যাতন বন্ধ সহ ফিলিস্তিন থেকে সব ধরনের যুদ্ধ বন্ধের দাবী জানান।