হৃদয় মণ্ডলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হৃদয় মণ্ডলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৯ রমজান ১৪৪৬ হিজরি, ২০ মার্চ ২০২৫ ইং বৃহস্পতিবার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন। এছাড়া, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দল ও বিএনপির সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ হৃদয় মণ্ডল। এছাড়াও, ২১ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহানগরের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তার রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে তারা দেশ ও জাতির কল্যাণে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আয়োজক মোঃ হৃদয় মণ্ডল বলেন, “আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের সুস্থতা কামনায় আমাদের দোয়া ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এ সময় বিএনপির নেতাকর্মীরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দলের ঐক্য ও শক্তিশালী আন্দোলনের উপর গুরুত্ব দেন।