নীলফামারী মেডিকেল কলেজকে নিয়ে ষড়যন্ত্র ও দ্রুত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

-
নীলফামারী মেডিকেল কলেজকে নিয়ে ষড়যন্ত্র ও দ্রুত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র এবং দ্রুত নিজস্ব ক্যাম্পাস চেয়ে আজ বৃহস্পতিবার নীলফামারীর চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
এই মানববন্ধনে অংশ নেন মানারাত মাদ্রাসা নীলফামারী, নীলফামারী মেডিকেল কলেজ, উত্তরন নার্সিং ইনস্টিটিউটসহ বিভি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশ নেন।
এছাড়াও মেডিকেল কলেজ বন্ধের বিরুদ্ধে নীলফামারীবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ গ্রহণ করেন।
বক্তরা বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার নীলফামারী নিয়ে ষড়যন্ত্র ও বৈষম্যর দিন শেষ হয়ে গেছে। আমাদের জীবন থাকতে কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শিক্ষার্থী বলেন আমাদের মেডিকেলের জন্য খুব দ্রুত নিজস্ব ক্যাম্পাস করতে হবে এবং আমাদের যেসব যাবতীয় জিনিসপত্র প্রয়োজন তা খুব দ্রুত দিতে হবে।
মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষার্থীরা স্মারকলিপি জমা দেন।
এইদিকে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরা জানান নীলফামারীর প্রশ্নে আমরা সবাই এক ও আপোষহীন। নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবীতে ঢাকাস্থ নীলফামারীয়ানরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে যথাযথ কতৃপক্ষের কাছে নিম্নোক্ত দাবী জানিয়েছেন।
দাবিসমূহ :
১. নীলফামারী মেডিকেল কলেজ ও হাসপাতন বন্ধের যড়যন্ত্র বন্ধ করতে হবে।
২. বর্তমান ক্যাম্পাসের সার্বিক অবস্থা যাচাই এবং উন্নয়নের জন্য বিশেষজ্ঞ দল কর্তৃক সরেজমিন পরিদর্শনের বাবস্থা করতে হবে।
৩. অবিলম্বে অধিগ্রহণকৃত জমিতে স্থায়ী ক্যাম্পাস ও হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজ শুরু করতে হবে।