নরসিংদীর শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত♦
আবুনাঈম রিপন :নরসিংদী থেকে :
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা স্লোগান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে, দুর্নীতি বিরোধী সচেতনতামুলক সভা ও বিতর্ক প্রতিযোগিতা শিবপুর উপজেলার ব্রাইট স্কুলে অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত ৯ মার্চ রবিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাইট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মনজুর হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ব্রাইট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান, শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ব্রাইট স্কুলের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুল্লাহ শেখ।বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন ব্রাইট স্কুলের সহকারী শিক্ষক মোঃ মাহফুজ আহমেদ, মোঃ তানসেন ও সুমি সুলতানা।বিতর্কের বিষয় ছিল মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। উক্ত বিতর্ক প্রতিযোগিতাশেষে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে
পুরস্কার বিতরণ করা হয়।
##