জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ, ২৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ র্যালিটি শেষ হয় নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।
র্যালিতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর শাহ্। তিনি বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকেই এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আবারও দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতা-কর্মী। র্যালিকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতান্ত্রিক আন্দোলন, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড ও যুবসমাজকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সংগঠনটি বিএনপি’র যুব অঙ্গসংগঠন হিসেবে সারাদেশে কার্যক্রম পরিচালনা করছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫ । ১২:৫৯ অপরাহ্ণ