ভালুকায় খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফলভাবে সম্পন্ন
বাংলাদেশ খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে খেলাফতপ্রেমী জনতার দাবি উপেক্ষা করার সুযোগ নেই।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ভালুকা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক ও ভালুকা আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খান। সভাপতিত্ব করেন আলহাজ্ব শায়েখ নজরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি ওয়াহিদুজ্জামান তানভীর কাসেমি।
বক্তব্য রাখেন মাওলানা জাকারিয়া মাহমুদ সভাপতি ৩ নং ভরাডোবা ইউনিয়ন মাওলানা শফিউদ্দীন থানা সহ সভাপতি ও সভাপতি ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন এবং ইয়াসিন আরাফাত আনন্দপুরি সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ মহানগর।
জনগণের ন্যায্য ৫ দফা দাবিতে জুলুমের বিরুদ্ধে এই আন্দোলন চলবে বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস
ভালুকা উপজেলা শাখা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ । ২:৩৩ পূর্বাহ্ণ