ভাবখালীতে ৩৫ লাখ টাকা আত্মসাৎকারীর আইনুল হক নজরুল ইসলামের শাস্তির দাবিতে মানববন্ধন
ক্রাইম রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন মানিক
“আমার সোনার বাংলায় দুর্নীতিবাজের ঠাঁই নাই”—এই স্লোগানে মুখরিত হয়ে উঠলো ময়মনসিংহের ভাবখালী। আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বিকালে ১২ নং ভাবখালী ইউনিয়নে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা অভিযোগ করেন, ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়ন বরাদ্দে ১২ নং ভাবখালী ইউনিয়নের নামে-বেনামে ১৭টি প্রকল্পের মোট ৩৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। জনগণের উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া এ অর্থ আত্মসাৎকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
অংশগ্রহণকারীরা বলেন, “জনগণের কষ্টার্জিত টাকায় গড়ে উঠা উন্নয়ন প্রকল্প কোনোভাবেই দুর্নীতিবাজদের লুটপাটে চলে যেতে দেওয়া হবে না। দুর্নীতিবাজদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে।”
মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ । ৭:২১ অপরাহ্ণ