ময়মনসিংহে ভলান্টিয়ার সতেজকরণ কোর্স-২০২৫ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ । ১:৪০ অপরাহ্ণ

ময়মনসিংহে ভলান্টিয়ার সতেজকরণ কোর্স-২০২৫ অনুষ্ঠিত

অদ্য সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এবং লাল-সবুজ সোসাইটির অংশগ্রহণে “ভলান্টিয়ার সতেজকরণ কোর্স-২০২৫” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জনাব মোহাম্মদ রোকনুজ্জামান, বিএফএম (সেবা)। কোর্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ময়মনসিংহ বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, পিএফএম। তিনি ভলান্টিয়ারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় বক্তারা ফায়ার সার্ভিস কার্যক্রমে ভলান্টিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন এবং দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) জনাব জুলহাস উদ্দিন।

 

কপিরাইট © নবকাল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন