চড়পাড়া স্বাস্থ্য ইউনিটি ২০২৫ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:০৪ অপরাহ্ণ

 চড়পাড়া স্বাস্থ্য ইউনিটি ২০২৫ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ময়মনসিংহের চড়পাড়ায় স্বাস্থ্যসেবা খাতের উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন “স্বাস্থ্য ইউনিটি ২০২৫”-এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের পরিচালক ও চেয়ারম্যান, যারা ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন।

গতকাল আয়োজিত সভায় শামীম আহাম্মেদ (চেয়ারম্যান, পিউর ডায়া: সেন্টার)-কে সভাপতি এবং মোঃ নাজমুল হুদা ফিরোজ (চেয়ারম্যান, ডিলাক্স ল্যাব এন্ড হাসপাতাল)-কে সিনিয়র সহ-সভাপতি করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


পূর্ণাঙ্গ কমিটি ২০২৫

১. সভাপতি – শামীম আহাম্মেদ, চেয়ারম্যান, পিউর ডায়া: সেন্টার
২. সিনিয়র সহ সভাপতি – মোঃ নাজমুল হুদা ফিরোজ, চেয়ারম্যান, ডিলাক্স ল্যাব এন্ড হাসপাতাল
৩. সহ সভাপতি – মোঃ নজরুল ইসলাম, চেয়ারম্যান, নিউ আল-আরাফা প্রা: হাসপাতাল
৪. সহ সভাপতি – মোঃ আনোয়ার হোসেন খান মুরাদ, চেয়ারম্যান, ডেলটা ডায়া: সেন্টার
৫. সহ সভাপতি – মোঃ আনিস মিয়া, পরিচালক, সেবালয় হাসপাতাল
৬. সাধারণ সম্পাদক – মোঃ চন্দন মিয়া, চেয়ারম্যান, নিউ বন্ধন ডায়া: সেন্টার
৭. যুগ্ম সাধারণ সম্পাদক – রফিকুল ইসলাম, চেয়ারম্যান, নিউ আল মদিনা
৮. সহ সাধারণ সম্পাদক – মোঃ সোহাগ রানা, চেয়ারম্যান, সময় হা: এন্ড ডায়া: সেন্টার
৯. সহ সাধারণ সম্পাদক – মোঃ জীবন মন্ডল, চেয়ারম্যান, ন্যাশনাল ডায়া: সেন্টার
১০. সাংগঠনিক সম্পাদক – মোঃ শরীফ, চেয়ারম্যান, পোলার ডায়া: সেন্টার
১১. সহ সাংগঠনিক সম্পাদক – মোঃ আরিফ মিয়া, পরিচালক, রেডিসন হা: এন্ড ডায়া: সেন্টার
১২. সহ সাংগঠনিক সম্পাদক – মোঃ মেহেদী হাসান রুবেল, পরিচালক, মর্ডান ডায়া: সেন্টার
১৩. প্রচার সম্পাদক – মোঃ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, মোহাম্মাদিয়া ডায়া: এন্ড বিজয় হা:
১৪. সহ প্রচার সম্পাদক – মোঃ হানিফ, চেয়ারম্যান, স্কয়ার হা: এন্ড ডায়া: সেন্টার
১৫. দপ্তর সম্পাদক – মোঃ হাসান মুন্সি
১৬. সহ দপ্তর সম্পাদক – মোঃ আব্দুল মোতালিব, পরিচালক, মিতা ক্লিনিক
১৭. কোষাধ্যক্ষ – মোঃ গোলাম কিবরিয়া সোহাগ, চেয়ারম্যান, মাল্টি কেয়ার প্রা: হা:
১৮. স্বাস্থ্য বিষয়ক সম্পাদক – আশরাফুজ্জামান সপন, চেয়ারম্যান, স্পন্দন হা: এন্ড ডায়া: সেন্টার
১৯. তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক – মোঃ আনোয়ারুল হক এহসান, চেয়ারম্যান, নিউ ডিজিটাল ডায়া: সেন্টার
২০. শিল্প বিষয়ক সম্পাদক – মোঃ আব্দুল কাইয়ুম মুন্না, পরিচালক, ফালাক ডায়া: এন্ড হা:
২১. সমাজসেবা বিষয়ক সম্পাদক – জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান, শাহানা জেনারেল হা:
২২. এান বিষয়ক সম্পাদক – আসলাম আহমেদ, পরিচালক, নিউ স্পন্দন এন্ড ডায়া:
২৩. শিক্ষা বিষয়ক সম্পাদক – আনোয়ার হোসেন (টুটুল), পরিচালক, ডিভিশনাল স্পেশালাইজড হাসপাতাল
২৪. ক্রিড়া বিষয়ক সম্পাদক – মোঃ হুমায়ুন কবির সোহেল, চেয়ারম্যান, এন্ডোস্কোপি সেন্টার
২৫. ধর্ম বিষয়ক সম্পাদক – আরাফ আহাম্মেদ সাকিব, পরিচালক, দেশ স্পেশালাইজড হা:


সম্মানিত সদস্যবৃন্দ

  • মোঃ শহিদুল আলম চৌধুরী, চেয়ারম্যান, চৌধুরী হা:
  • মোঃ নুরুল হুদা, চেয়ারম্যান, ফেয়ার লাইফ প্রা: হা:
  • সাকিলুজ্জামান রনি, পরিচালক, মেডিস্ক্যান ডায়া: সেন্টার
  • মোঃ মোখলেছুর রহমান, চেয়ারম্যান, উত্তরা মডেল ডায়া: সেন্টার
  • মোঃ ওসমান গনি, পরিচালক, ট্রাস্ট প্যাথলজি
  • মোঃ আব্দুল বাতেন, পরিচালক, বাবা-মা ডায়া: সেন্টার
  • মোঃ মাহাবুব আলম, পরিচালক, নিউ ডিজিটাল ডায়া: সেন্টার
  • সজল আহাম্মেদ, চেয়ারম্যান, সাইন্স ল্যাব
  • মোঃ মহসিন, চেয়ারম্যান, রেজা ডায়া: সেন্টার
  • মোঃ ইউনুস খান (বাবুল), চেয়ারম্যান, ইউনিকেয়ার ডায়া: সেন্টার

সংগঠনের প্রতিশ্রুতি

সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, “স্বাস্থ্য ইউনিটি ২০২৫ চড়পাড়া ও আশপাশের এলাকায় সাশ্রয়ী, মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে। সংগঠনটি চিকিৎসা সেবার মানোন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের আস্থা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে।”


 

কপিরাইট © নবকাল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন