হ্নীলার সংবাদকর্মী জাহাঙ্গীরের মালয়েশিয়া প্রবাসী ছোট ভাই আলমগীরের ইন্তেকাল।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ । ২:০৬ পূর্বাহ্ণ

‎হ্নীলার সংবাদকর্মী জাহাঙ্গীরের মালয়েশিয়া প্রবাসী ছোট ভাই আলমগীরের ইন্তেকাল।

জামাল উদ্দীন, ‎কক্সবাজার টেকনাফ হ্নীলা
‎সুত্র জানায়, ১০সেপ্টেম্বর সকাল ১০টারদিকে মালয়েশিয়ার বাতুতাওয়ান হোটেল জাবিলের রান্নার কারিগর এবং ১৩বছর ধরে প্রবাসে থাকা বাংলাদেশের টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মরহুম আবুল মঞ্জুরের ছোট ছেলে ও সংবাদকর্মী মুহাম্মদ জাহাঙ্গীর আলমের ছোট ভাই মোহাম্মদ আলমগীর (৩২) বায়তুন তামানের বায়তুন কাছিয়ার ভাড়া বাসার ৭নং কক্ষে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তারা একই রুমে ৬জন থাকত এবং পর্যায়ক্রমে ডিউটিতে যেত। বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হাসপাতালে নিয়ে যায়।
‎
‎নিহতের ভাগিনা প্রবাসী তুষার জানান,মৃতদেহ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে রয়েছে। মালয়েশিয়ার আইনী জটিলতা কাটিয়ে নিহত মামার মৃতদেহ দেশের মাটিতে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
‎
‎এদিকে দীর্ঘ এক যুগের অধিক সময় মালয়েশিয়া প্রবাসে থাকা মিষ্টভাষী আলমগীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎

কপিরাইট © নবকাল সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন