পাটগুদাম বিহারী ক্যাম্পে মাদকবিরোধী অভিযান: ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী সোনিয়া গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ নগরীর পাটগুদাম বিহারী ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনিয়া আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত ২৯ জুলাই ২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয় ক সার্কেলের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজলের নির্দেশনায় এবং উপপরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সোনিয়ার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৭ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে মোবাইলের মাধ্যমে মাদক বিক্রি করে আসছিলেন সোনিয়া আক্তার। তিনি একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী হলেও এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সক্রিয় ছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫ । ৮:২২ অপরাহ্ণ